Follow on G+

BTCClicks.com Banner

এপ্রিলফুল এর ইতিহাস বড়ই বেদনা দায়ক।

এপ্রিলফুল এর ইতিহাস বড়ই বেদনা দায়ক। এখন থেকে প্রায় 500 বছর আগে স্পেন ছিল মুসলিমদের দেশ। এই দেশটি মুসলিমদের নিয়ন্ত্রনে ছিল প্রায় আট শত বছর। ক্রসেড-রা দীর্ঘ দিন ধরে স্পেনকে নিজেদের দখলের নেওয়ার চেষ্টা করছিল। এজন্য তারা ধম যুদ্ধের নামে বিভিন্ন সময় স্পেনে আক্রমন করত। কিন্তু স্পেনের মুসলিমদের সাথে যুদ্ধ করে তারা বরা্বই পরাজিত হত। মুসলিমরা এই দেশটাকে এতটাই আধুনিক ভাবে সাজিযে ছিল যা ছিল সত্যিই অস...াধারন। আজও স্পেনের সেই শহরগুলো এক একটি অপূর্ব ঐতিহাসিক নিদশন। যাহা মানুষকে এখনও মুগ্ধ করে। মুসলিমরা ভালই ছিল স্পেনে। কিন্তু একটা পর্য়ায়ে মুসলিমরা ইসলামে হতে দুরে সরে যেতে লাগল। তার ইসলাম প্রচার প্রসার ও ইসলাম পালনের প্রতি অনিহা বাড়তে লাগল এবং তারা দুনিয়ামুখি হযে গেল। এবং এক পয়ায়ে মুসলিমদের ইমানের অবস্থা খুবই শোচনীয় হয়ে পড়ল। ঠিক এমন এক সময় খ্রিষ্টানরা মুসলিমদের উপর আবারও আক্রমন করল। যদিও কিছুম মুসলিম বীর ও তাদের সাথিরা চরম ভাবে আক্রমনকে প্রতিহত করল এবং ক্রসেড বাহিনীকে প্রায় পরাজিত করে ফেলেছিল। কিন্তু শেষ রক্ষা আর হলো না। এক্ষেত্রে খ্রিষ্টানরা(ক্রসেড) মিথ্যা কৈাশল অবলম্বন করল। তারা প্রচার করতে লাগল যে স্পেইন এখন তাদের দখলে। এবং তারা ঘোষনা দিয়ে দিল। যে সকল মুসলিমরা মিসজিদে আশ্রয় নিবে এবং সমুদ্র গামী জাহাজে আশ্রয় নিবে তারা নিরাপদ। দূবল ইমানের মুসলিমরা শত্রুদের কথা মতো কাজ করল। তারা মসজিদ ও জাহাজে আশ্রয় নিল। পরে ক্রসেড বাহিনী সকল মসজিদকে তালা বদ্ধ করল, এই বলে যতে মুসলিমরা নিরাপদে থাকে। পরে তারা সকল মসজিদ গুলোতে আগুন ধরি্য়ে মুসলিমদের পুড়িয়ে হত্যা করল। আর জাহাজ গুলোকে তার ডুবিয়ে দিল। এভাবে স্পেন থেকে মুসলিমদের পরাজিত করল। এবং সেখানে এমন একজন মুসলিমও ছিল না যে কিনা আজান দিবে। বিগত 500 বছর স্পেনে কোন আজান হয়নি।মাত্র বছর 2 আগে আজানের অনুমতি দেওয়া হয়েছে। আর এভাবে এপ্রিল মাসে মুসলিমদের বোকা বানিয়ে পরাজিত করেছিল। মুসলিমদের এই পরাজয়কে স্বরন করে খ্রিষ্টানরা এপ্রিল ফুল পালন করে থাকে। আর আমরা মুসলিমরা এখনও বোকার মত এপ্রিল ফুল পালন করে নিজেদেরকে আরো বোকা হিসাবে পরিচয় দিয়ে থাকি।

Assignment on The Human Resource Manager’s Proficiencies



In recent years, it is an fact that most top management in successful organizations recognizes the critical role, human resource management can play in achieving a company’ strategic goals. Although some may not commit resources toward improving that component of the business, they are aware in principle that human capital – the employees’ knowledge, skills and experiences can have a big effect on important organizational outcomes such as customer satisfaction and profitability.



The employee sophistication of our time demands the same or even higher levels of proficiencies for HR managers to be successful. In an effort to fulfill numerous responsibilities assigned to them and execute several different HR programs, the HR manager should be competent enough to handle the responsibilities and to carry out the tasks assigned at his/her desk in a well-defined, coordinated and organized manner. We can identify four processes that has the potential of providing HR professionals the necessary proficiencies need for the successful execution of their assignments. These are “Getting them, preparing them, activating them, and Keeping them”. And all these activities depends upon the skills, proficiencies, capabilities, dedication and the involvement of people responsible for HR and the top managers.

HR Managers Proficiencies indicated that one study found four categories of proficiencies, business proficiencies, leadership proficiencies, and learning proficiencies
  • HR proficiencies represent traditional knowledge and skills in areas such as employee selection, training, and compensation.
  • Business proficiencies reflect human resource professionals’ new strategic role. For example, to assist the top management team in formulating strategies, he human resource manager needs to be familiar with strategic planning, marketing, production, and finance. They must also be able to “speak the CFO’s language,” by explaining human resources activities in financially measurable terms, such as return on investment, pay back period, and cost per unit of service. A result SHRM symposium on the future of strategic HR concluded that many human resource professionals lack such business knowledge and literacy.
  • HR managers also require leadership proficiencies. For example, they need the ability to work with and lead management groups, and to drive the changes required – for instance, to implement new world class employee screening and training systems.
For efficiency and effectiveness in carrying out the job, HR mangers need to have certain traits, qualities, skills, potential, features, potential, vision etc., else wise their performance will be affected and they will face many difficulties in performing their duties. After review of several materials and practical observations I have attempted to present the various proficiencies needed for a successful HR manager are as follows: The manager should;
  • Be a keen learner, a good listener and be helpful in nature
  • Have enough patience to wait till his actions bear fruits.
  • Have the ability to design and co-ordinate training programs for managers, supervisors, and junior staff.
  • Have a positive attitude toward life and work.
  • Have good communication skills.
  • Be objective in his/her approach, impartial and justified.
  • Have a sense of belongingness and loyalty towards the organization she/he is working with.
  • Must possess the cognizance ability of business to hold a tight grip over it.
  • Must possess a thorough knowledge and understanding of individual and group behavior.
  • Set his/her mind free from red tapism and bureaucracy.
  • Must possess an in-depth and up to date knowledge and happenings in the field of human resource development within the industry they operate and others.
  • Responsible enough to initiate new ideas and activities on his/her own and be proactive.

Conclusion
Carefully adhering to the points I have raised in this article as an HR manager, I believe will help you avoid pertinent mistakes and improve your skills for the successful execution your duties. The most interesting thing about the work of an HR professional is getting results through the management of people. It should be noted that an organization can do everything else right but still fail, by either hiring or managing people wrongly. The opposite is true, that with the right HR proficiencies organizations have been successful even within adequate plans, organizations, or controls. The success in most cases are attributed to the fact that the HR department had the knack of hiring and managing the human capital of the organization.